রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৭-২০ ১৩:৫০:৫৫

image

রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ১৯শে জুলাই সকালে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে ও সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩ -২০২৫” বাস্তবায়নে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

  প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা (সার্বিক) সুবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, এনজিও কেকেএস’র নির্বাহী পরিচালক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, জেলা তথ্য অফিসার রেখা, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার(ওসিসি)আমানুল্লাহ ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান মিনি প্রমুখ উপস্থিত ছিলেন।

  সভায় শুভেচ্ছা রাজবাড়ী জেলা এনসিটিএফ’র ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি এনসিটিএফ এর কাজ, অর্জন ও সভার উদ্দেশ্য তুলে ধরেন।

  এরপর উপস্থিত সকল শিশু তাদের পরিচয়,  মতামত ও আগামী দিনের পরিকল্পনা প্রকাশ করেন।

  সভায় ভিডিও প্রজেন্টটেশন উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন জেলা ইউথ মেন্টর গ্রুপের সদস্য সাদিয়া জামান।

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট  যেকোনো কাজে জেলা প্রশাসন শিশুদের পাশে রয়েছে। বৈষম্য, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু অপরাধ বন্ধে যথাযথ জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

  সভায় রাজবাড়ী জেলা এনসিটিএফ এর সভাপতি মোঃ মুহতাসিমুল হক সমাপনী বক্তব্য রাখেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com