গোয়ালন্দে মৃত পুলিশ সদস্যের অসহায় পরিবারকে ছাগল দিলেন পুলিশ সুপার

মইনুল হক মৃধা || ২০২৩-০৭-২০ ১৪:৪০:৪৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে এক মৃত পুলিশ সদস্যের অসহায় পরিবারকে ছাগল উপহার দিয়েছেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। 

  গতকাল ২০শে জুলাই দুপুর ১টার দিকে গোয়ালন্দ ঘাট থানা চত্ত্বরে জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছমির মৃধার পাড়ার মৃত বাচ্চু আলমের স্ত্রী রোকেয়া বেগমের হাতে দুটি বাচ্চাসহ ছাগলটি তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

  এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ও ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

  ছাগল পাওয়ার পর রোকেয়া বেগম বলেন, আমার স্বামী পুলিশ কনস্টেবলে চাকুরী পাওয়ার পর মারা যায়। আমার ১৪ বছরের একটি কন্যা সন্তান নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছি।

  তিনি বলেন, জেলার পুলিশ মেমোরিয়াল ডে’তে আমাকে সম্মান করা হয়। স্যার আমার আর্থিক পরিস্থিতি ও আমার অসুস্থতার কথা শুনে ওষুধ কিনে দেয়াসহ আমাকে ছাগল দেয়ার কথা বলেছিলেন, যেন আমি ছাগলটি লালন পালন করে স্বচ্ছলতার সাথে চলতে পারি। আজ স্যার আমার ছাগলটি উপহার দিলেন। আমি অনেক আনন্দিত। বিগত দিনে অনেক এসপি সাহেব আসছে, কিন্তু শাকিলুজ্জামান স্যারের মতো এতো বড় মনের মানুষ আমি কখনো পাইনি। আমি স্যারের জন্য সবসময় দোয়া করি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com