রাজবাড়ীতে তেমন বিনোদন কেন্দ্র না থাকায় পদ্মা নদীর পাড়ই বিনোদনের একমাত্র স্থান হিসেবে বেছে নেন দর্শনার্থীরা। বিশেষ করে গোদার বাজার ঘাট।
নদীর মনোরম দৃশ্য দেখতে এ ঘাটটিতে সারা বছরই দর্শনার্থীদের যাতায়াত থাকলেও পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে ভিড় বাড়তে থাকে। তবে বিশেষ বিশেষ দিনে দর্শনার্থীদের আনাগোনা আরো বাড়ে এ ঘাটে। ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছড়িয়ে পড়ে গোদার বাজার থেকে সোনাকান্দর ঘাট পর্যন্ত। গতকাল ২১শে জুলাই বিকেলে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গোদার বাজার থেকে সোনাকান্দর পদ্মার তীরে জুড়ে হাজারো মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ এসেছে বন্ধুদের সঙ্গে দল বেধে। কেও তুলছে সেলফি। কেও ঘুড়ছে ইঞ্জিন চালিত নৌকাতে। আবার অনেকে নদীর পাড়ে বসে সময় কাটাচ্ছে। এছাড়া সেখানে রয়েছে বাচ্চাদের খেলনা, ফুচকা, চটপটি, পাপড়, বাদাম, আইসক্রীম, ঝালমুড়িসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান। দোকান গুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়।
দর্শনার্থী নরেশ সরকার বলেন, আমি দোকান করি, শুক্রবার দোকান বন্ধ থাকে। তাই আজ পরিবারসহ ঘুরতে আসছি। পদ্মার পানি গত শুক্রবার থেকে আজ অনেক বৃদ্ধি পেয়েছে। সোনাকান্দর ঘাট থেকে গোদারবাজার পর্যন্ত ঘুরলাম। আজ অনেক লোক এসেছে এখানে।
বিপ্লব ঘোষ বলেন, পদ্মায় প্রতি শুক্রবার ঘুড়তে আসি। মাঝে মাঝে পরিবারসহ ঘুরতে আসি, আজ একাই এসেছি। পদ্মার পাড়ের নির্মল বাতাস প্রাণ জুড়িয়ে যায়। আজ অনেক ভীড়। পানিও বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির জন্য স্রোত বেড়েছে।
ঝালমুড়ি বিক্রেতা আলাউদ্দিন জানান, শুক্রবারে এখানে অনেক লোকজন ঘুরতে আসে। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে। এতে আমাদেরও কেনাবেচা ভাল হয়। আমার মতো আরো অনেক বিক্রেতা রয়েছে এখানে। এখানে যদি স্থায়ীভাবে বিনোদনের জন্য ভাল কিছু করা যায় তাহলে আমাদের মতো অনেকের কর্মস্থান হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com