রাজবাড়ীতে একদিনে ২৪জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০৭-২১ ১৪:৩৭:০৭

image

সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৪জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

  গতকাল ২১শে জুলাই সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্র্রাহিম টিটন এ তথ্য জানান।

  সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে সদর হাসপাতালে ১৫জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২জন ভর্তি রয়েছে। চলতি বছরে জেলায় ১৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১১০ জন সুস্থ হয়েছে।

  সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটিন বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ২৪ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

  তিনি আরও বলেন, ডেঙ্গুর জন্য সরকারী হাসপাতাল ও চিকিৎসকরা সব সময়ে প্রস্তুত। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে রাজবাড়ীতে আইসিইউ সাপোর্ট নেই। জেলা শহরের পাশাপাশি এখন উপজেলা গুলোতেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। গত মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা বেশি। এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে। না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব না।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com