বালিয়াকান্দিতে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠের ৩৬তম বর্ষপূর্তি অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২৩-০৭-২৩ ০৭:০৮:৫১

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ২২শে জুলাই দুপুরে শ্রীমদ্ভাগবত পাঠের ৩৬তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

  এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

  শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন সুনীল কৃষ্ণ গোস্বামী ও ধর্মীয় আলোচনা করেন ইসকনের প্রভু শ্রীপাদ মহাভাব গৌরাঙ্গ দাস ব্রম্মচারী এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেন মধুপতি দাশ ব্রম্মচারী।

  বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এবারো শ্রীমদ্ভাগবত পাঠের বর্ষপূর্তি অনুষ্ঠান করছি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা মন্দিরে এসে শ্রীমদ্ভাগবত, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com