রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত ১জনের মৃত্যু॥২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১১জন

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০৭-২৪ ০২:৫০:৫৮

image

সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১১জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

  তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহানারা বেগম(৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারা গ্রামের ইউনুছ হোসেনের স্ত্রী। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১শে জুলাই মারা যান তিনি।

  জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ১১জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ৮জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩জন ভর্তি রয়েছে। চলতি বছরে জেলায় ১৫৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২২ জন সুস্থ হয়েছে।

  রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটিন বলেন, জেলায়  ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১১জন রোগী  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

  তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর জন্য সরকারী হাসপাতাল ও চিকিৎসকরা সব সময়ে প্রস্তুত আছে। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে আইসিইউ সাপোর্ট নেই। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com