৪দফা দাবী বাস্তবায়নে কালক্ষেপনের প্রতিবাদে রাজবাড়ীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ

রফিকুল ইসলাম || ২০২৩-০৭-২৬ ০৪:৫৮:৪০

image

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান না হওয়া এবং বাংলাদেশ ন্যাশনাল ব্লিডিং কোর্ড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনী পূর্বক গ্রেজেড প্রকাশ ও ৪ দফা দাবী বাস্তবায়নের উদ্দেশ্যে কালক্ষেপনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
  গতকাল ২৫শে জুলাই দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
  বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ হাসমত আলী, সদস্য সচিব প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী শামসুজ্জামান খান, রাজবাড়ী জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী নব কুমার দত্ত, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল লতিফ, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ রায়হান উদ্দিন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ রাজবাড়ী জেলা শাখার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ মোঃ আজিমুদ্দিন ও রাজবাড়ী পৌরসভার অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুল রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com