রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এবছর এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ লাভ করেছে পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় এবং সর্বোচ্চ পাশের হার উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়ে। গতকাল ২৮শে জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম মন্ডল জানান, এ বছর এসএসসি পরীক্ষায় পাংশা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ পাশের হার হোসেনডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয়ে। পাশের হার ৯৪.৬৪%। অত্র বিদ্যালয় থেকে ৫৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩জন পাশ করেছে। একই সাথে ৮জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন জানান, এ বছর এসএসসি পরীক্ষায় পাংশা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ২৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে পাংশা জর্জ মডেল উচ্চ বিদ্যালয় থেকে। তিনি বলেন, জেনারেল শাখায় ১৫৭ জনের মধ্যে ১১৮জন পাশ করেছে। জেনারেল শাখায় জিপিএ-৫ পেয়েছে ২৭জন। এছাড়া এসএসসি ভোকেশনাল শাখায় ১০৬জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫জন পাশ করেছে। ভোকেশনাল শাখা থেকে জিপিএ-৫ লাভ করেছে ৫৩জন।
এদিকে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, পাংশা উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২হাজার ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২ হাজার ৬৩জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৬০জন পরীক্ষার্থী। এসএসসি ভোকেশনাল শাখায় মোট ৩৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫২জন পাশ করেছে। জিপিএ-৫ লাভ করেছে ১৫৭ জন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com