রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে মূল্যায়ন ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে গতকাল ৩০শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূর্বণা রানী সাহা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, রাজবাড়ী বাজার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ উদ্দিনসহ মৎস্যজীবি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com