গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১০ই অক্টোবর

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-১৩ ১৬:৪৫:৩৩

image

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ২২শে মার্চ স্থগিত হওয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১০ই অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল ১৩ই সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
  করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ২২শে মার্চ জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক গণবিজ্ঞপ্তি জারী করে ২৯শে মার্চের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
  উল্লেখ্য, আগামী ১০ই অক্টোবর অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা মুন্সি(নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মাহবুব আলম(ধানের শীষ) এবং উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মন্ডল ওরফে নূরু মন্ডল(ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
  এ নির্বাচনের মোট ভোটার ৯১ হাজার ৬৩১ জন। এর মধ্যে ৪৬ হাজার ২৬০ জন পুরুষ এবং ৪৫ হাজার ৩৭১ জন মহিলা ভোটার। ৩৫টি ভোট কেন্দ্রের ১৯২টি কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com