রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির রঘুনন্দনপুর গ্রামের হাচেন প্রামানিকের ছেলে সাহেব আলীর বিরুদ্ধে প্রতিবেশী ৮০ বছরের এক বিধবা বৃদ্ধাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।
সাহেব আলী দুই পুত্র সন্তানের জনক। গত ২৮শে জুলাই বিকালে সাহেব আলীর নিজ বাড়ীতে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, গত শুক্রবার বিকালে ওই বৃদ্ধা তার এক আত্মীয় বাড়ী থেকে ফেরার পাথে সাহেব আলী তাকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানী ঘটনায়। লজ্জায় বিষয়টি গোপন রাখে ভিকটিম বৃদ্ধা। একপর্যায়ে গত ৩০শে জুলাই শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে শ্লীলতহানীর বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল ১লা আগস্ট দুপুরে পাংশা উপজেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের(ওসিসি) কর্মকর্তা ইমন আরেফিন জানান, ভিকটিম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। পরবর্তী পদক্ষেপের জন্য ভিকটিমের বিষয়ে পাংশা থানায় জানানো হয়েছে।
ভিকটিমের এক পুত্র জানান, ঘটনাটি লজ্জাজনক। গত ২৮শে জুলাই বিকালে শ্লীলতাহানীর ঘটনা ঘটলেও লজ্জায় ঘটনার বিষয়টি গোপন রাখা হয়। কিন্তু অসুস্থ্য হয়ে পড়ায় তাকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, হাচেন প্রামানিক নিজেও খারাপ। তার ছেলে সাহেব আলীও খারাপ। সাহেব আলী একজন লম্পট। তাদের কোন মানসম্মান নেই। ঘটনার বিষয়ে তিনি থানায় মামলা করবেন বলে জানান।
গতকাল ১লা আগস্ট সন্ধ্যায় যোগাযোগ করা হলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনার আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, সাহেব আলী একজন খারাপ প্রকৃতির মানুষ। বৃদ্ধাকে শ্লীলতাহানীর উপযুক্ত বিচার প্রত্যাশা করেন এলাকার লোকজন। ঘটনার পর থেকে সাহেব আলী গা ঢাকা দিয়েছে। মতামত জানতে সরেজমিন রঘুনন্দনপুর গ্রামের বাড়ীতে গেলে সেখানে তার সাক্ষাৎ মেলেনি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com