পাংশায় ডাঃ পাতার মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-০৮-০৪ ০৪:০৪:১৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ৩রা আগস্ট উপজেলার মাছপাড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
  জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকালে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আওয়ামী লীগের এক সভায় ডাঃ পাতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় ডাঃ পাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ স্মৃতি চারণ করে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন।
  এছাড়া বাদ মাগরিব মাছপাড়া স্কুল জামে মসজিদে ডাঃ এএফএম শফীউদ্দীন পাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
  দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ আব্দুল মালেক। মাছপাড়া ইউপি যুবলীগের সদস্য মোঃ গোলাম মোস্তফার সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। 
  উল্লেখ্য, ২০২১ সালের ২৯শে জুলাই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় ৩রা আগস্ট দুপুরে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার এক পর্যায়ে আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
  ডাঃ এএফএম শফীউদ্দীন পাতা(৬২) রোটারী ক্লাব অব পাংশার ফাউন্ডার প্রেসিডেন্ট, বিএমএ ও স্বাচিবসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com