গোয়ালন্দে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৬৯ জন রোগী॥বারান্দায় চিকিৎসা সেবা

মইনুল হক মৃধা || ২০২৩-০৮-০৪ ০৪:০৭:৫৬

image

৫০ শয্যা বিশিষ্ট গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগী ভর্তি রয়েছে ৬৯জন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় অনেক রোগী শয্যা না পেয়ে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছে।
  গোয়ালন্দ উপজেলাসহ পাশ্ববর্তী এলাকার মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতালটিতে ৫০ শয্যা থাকলেও প্রতিদিন চিকিৎসা নিতে আসেন প্রায় ৫ শতাধিক রোগী।
  সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত বেডের চেয়ে বেশী রোগী ভর্তি রয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলায় ওয়ার্ডের বারান্দার মেঝেতেও বেড বিছিয়ে শুয়ে আছেন অনেক রোগী। বারান্দায় ফ্যান না থাকায় হাতপাখা দিয়ে বাতাস করছেন রোগীর স্বজনেরা।
  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস জানান, গত ১লা জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত ভর্তিকৃত রোগী ছিলো ১২৬৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগী রয়েছেন ৬৯ জন। এরমধ্যে ডায়রিয়াজনিত ৯জন, ডেঙ্গু আক্রান্ত ৪জনসহ অন্যান্যরা নানান অসুস্থজনিত কারনে ভর্তি রয়েছে।
  সাধারণ রোগীদের অভিযোগ, হাসপাতালে বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। বারান্দায় ভ্যান না থাকায় তীব্র গরমে অসুস্থ হচ্ছে রোগীর স্বজনেরাও।
  পৌর জামতলা এলাকার শিপন বলেন, দুইদিন যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছি। চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। ভাগ্যক্রমে একটা বেড পেয়েছি। হাসপাতালে নানান সমস্যা নিয়ে অনেক রোগী বারান্দায় চিকিৎসা নিচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা পর্যায়ে এ হাসপাতালটিতে ১০০ শয্যায় পরিণত করলে পদ্মাপাড়ের মানুষ আরো উপকৃত হবে।
  গোয়ালন্দ পৌর এলাকা থেকে চিকিৎসা নিতে আসা শিশু রোগীর অভিভাবক মোবারক সরদার বলেন, আজ সকালে হাসপাতালে ছেলেকে পেট ব্যাথার কারণে ভর্তি করেছি। হাসপাতালের কোন বেডে জায়গা পায়নি। যারা জায়গা পায়নি তারা বারান্দায় ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। কি আর করা এভাবেই ছেলের চিকিৎসা নিতে হবে।
  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আমাদের ৫০ শয্যা হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশী রোগী ভর্তি অবস্থায় রয়েছে। ৫০ জনের স্থানে বর্তমানে ৬৯ জন রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যারা বেড পায়নি তাদের বারান্দায় বেড দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে না। তাদের শয্যা দিতে না পারাটা অমানবিক। কিন্তু কিছু করার নেই, চিকিৎসা তো দিতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা জায়গা না থাকা এবং চিকিৎসকের পদের চেয়ে চিকিৎসক কম থাকা। তবে আমরা ভর্তিকৃত রোগীসহ হাসপাতালে বহিরাগত আসা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com