রাজবাড়ী শহরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০৮-০৫ ১৩:২৬:০৯

image

রাজধানী ঢাকায় আওয়ামী লীগের কথিত শান্তি সমাবেশে নিরীহ হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
  গতকাল ৪ঠা আগস্ট বিকালে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের পৌর ইংলিশ মার্কেটের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
  পরে সেখানে মুহাম্মদ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুহাম্মাদ সাব্বির হুসাইন, হাফেজ আব্দুল্লাহ শেখ, ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক আবু রায়হান মুহাম্মাদ গিফারী ও ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার দাওয়াহ সম্পাদক হাফেজ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
  বক্তারা হাফেজ রেজাউল করিমের হত্যার সাথে জড়িত অপরাধীদেরকে দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবী জানান। সুষ্ঠু বিচার না হলে দেশের ছাত্র সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুশিয়ারী দেন তারা এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য জাতীয় সরকারের অধীনে হতে হবে। সাথে তফসিল ঘোষণা করার আগেই সংসদ ভেঙে দিতে হবে বলে দাবী জানান বক্তারা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com