বালিয়াকান্দিতে কৃষি কাজে সম্পৃক্ত ১৫ হাজার নারী॥ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র

সোহেল মিয়া || ২০২৩-০৮-০৫ ১৩:৩২:৪৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কৃষি কাজে দিনদিন বাড়ছে নারীর সংখ্যা। পুরুষের পাশাপাশি এ সকল নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 
  নানা প্রতিকূলতা আর শত বাঁধা পেরিয়ে এ সকল নারী কৃষক এখন সফল। অনেক নারীই চালাচ্ছে তাদের সংসার। পুরুষের সাথে সরাসরি মাঠে গিয়ে কৃষি কাজ করছে তারা।
  বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপজেলার নারুয়া, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর, জামালপুর, বহরপুর ও সদরে ৩৩ হাজার কৃষি পরিবার রয়েছে। এরমধ্যে ১৮ হাজার রয়েছে পুরুষ কৃষক। আর  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি কাজে জড়িত রয়েছে ১৫ হাজার নারী। সরাসরি কৃষি কাজের সাথে জড়িত ৩ হাজার নারী। এ সকল নারী কৃষক আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে কৃষি কাজে। করোনা ভাইরাস শুরুর পর থেকে কৃষি কাজে নারী সম্পৃক্তা বেড়েছে কয়েকগুণ। ২০১৮ সাল পর্যন্ত বালিয়াকান্দিতে কৃষি কাজের সাথে জড়িত ছিল ৭ থেকে ৮ হাজার নারী। আর সরাসরি সম্পৃক্ত ছিল ১হাজার। করোনা পরবর্তী সময়ে হু হু করে বেড়েছে নারী কৃষকের সংখ্যা। 
  সরেজমিন বালিয়াকান্দি সদর ইউনিয়নের বড় কানাবিলা মাঠে গিয়ে দেখা যায়, ৫-৬ জন নারীকে সাথে নিয়ে হাতের পরিবর্তে ট্রেতে করে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে রোপা আমন ধানের চারা রোপন করছে কুমারেশ চন্দ্র মন্ডলের স্ত্রী চার কন্যা সন্তানের জননী প্রমীলা মন্ডল(৩৫)। হাত দিয়ে ধানের চারা রোপনের পরিবর্তে প্রমীলা ব্যবহার করছে আধুনিক এই মেশিন। কেউ কেউ আবার পাটের পরিচর্যা করছে। 
  প্রমীলা মন্ডল জানান, তার চারটি কন্যা সন্তান। সংসারে স্বামী ছাড়া আর কেউ নেই আয় করার মতো। অভাবের সংসারে পারিবারিক ঝামেলা লেগেই থাকত। ২০০৭ সাল থেকে সে স্বামীর সাথে মাঠে কাজ করতে নেমে পড়ে। প্রথম দিকে মানুষ নানা ধরণের কটুক্তি করতো। তার স্বামীকে অপমান করতো। কিন্তু মানুষের কথায় তারা কান দেননি। এখন তার সংসারে অনেক শান্তি।
  সংসার চালানোর পাশাপাশি কৃষি কাজ করেই সে ৩ কন্যার লেখাপড়ার খরচ চালাচ্ছে। তাকে দেখে গ্রামের কয়েক শত নারী সরাসরি কৃষি কাজে নেমে পড়েছে। সকল নারীকে সে বিশেষ প্রশিক্ষণও দিয়ে থাকে। এরই মধ্যে সে ১ লাখ ২০ হাজার টাকা সরকারী ভূর্তিকি পেয়ে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনেছেন। নিজের জমির পাশাপাশি সে অন্যের জমিতেও ধান রোপন করে দিয়ে আসেন এই আধুনিক মেশিন দিয়ে। 
  তিনি আরো জানান, কৃষি অফিসের সহযোগিতায় এলএসপি নেটওর্য়াক গড়ে তুলেছে তারা। এখানে ২০ জন সদস্য রয়েছে। তার মধ্যে নারীই ১৫ জন। এই নেটওর্য়াকের মাধ্যমে চলতি মৌসুমে ৫০ একর জমিতে ধানের চারা রোপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। ২২ শতাংশ জমিতে ধানের চারা রোপন করতে তারা নিবেন ৮০০ টাকা। এ সকল নারীরা এলাকায়ও বেশ সুনাম কুড়িয়েছে। 
  একই গ্রামের নারী কৃষক সুমীতা, অর্চনা বাড়ৈই মিতা বাড়ৈই, রাজিয়া খাতুন বলেন, করোনার পর আমরা অর্থনৈতিক সংকটে পড়ি। প্রমীলাকে দেখে আমরাও মাঠে কাজে নেমে যাই। আমাদের পাশে দাঁড়ায় কৃষি অফিস। পুরুষেরাও এখন আমাদের উৎসাহিত দেন। 
  কৃষক ভরত চন্দ্র মন্ডল বলেন, এমন এক সময় ছিল আমি নিজে কৃষি কাজ করে সংসার চালাতাম। শারীরীকভাবে কিছুটা দুর্বল হয়ে গেলে আমার স্ত্রী কৃষি কাজে সম্পৃক্ত হয়। এখন আমরা দুজনেই এক সাথে কাজ করি মাঠে। আমার থেকে স্ত্রীই ভালো কাজ করে। সরকার তাকে ২০১৬ সালে ১৫ দিনের জন্য থাইল্যান্ড পাঠিয়েছিল কৃষির উপর প্রশিক্ষণ নেওয়ার জন্য। নারীরা কৃষি কাজে এগিয়ে এলে দেশ আরো সমৃদ্ধ হবে। 
  পাইককান্দি গ্রামের বাসিন্দা কালাম মিয়া বলেন, নারীরা যেখানে ঘর থেকে বের হতে পারত না সেখানে আজ মাঠে কৃষি কাজ করছে। এটা সত্যি দারুণ একটা সুসংবাদ। নারীদেরকে উৎসাহিত করলে তারা আরো এগিয়ে যাবে। নারী কৃষকদের বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করা উচিত কৃষি বিভাগের। 
  বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান এ উপজেলায় ১৫ হাজার নারী কৃষক রয়েছে। এর মধ্যে সরাসরি কাজ করছে ৩ হাজার। যা করোনা ভাইরাসের পর থেকে বাড়তে শুরু করেছে। নারী কৃষকের সংখ্যা বালিয়াকান্দিতে ক্রমাগত ভাবে বাড়ছে। এটি একটি ভালো দিক। এভাবে নারীরা সরাসরি কৃষি কাজের সাথে জড়িয়ে পড়লে দেশ বাণিজ্যিকরণের দিকে আগাবে। কৃষিতে দেশ আরো বেশি সমৃদ্ধ হবে। আমরা কৃষি বিভাগ এ সকল নারী কৃষকদের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি।
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, কৃষিখাতকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। এ অঞ্চলের নারীরা যেভাবে কৃষিতে এগিয়ে আসছে তাতে আমি মনে করি এটা আগামী দিনের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। কৃষিতে বিপ্লব ঘটবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com