তথ্য অফিসের আয়োজনে বালিয়াকান্দির নবাবপুর ইউপিতে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-১৪ ১৪:০৫:০৮

image

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৪ই সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মেছুয়াঘাটা গ্রামের সরকার বাড়ীতে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। 
  জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী। এছাড়াও ভিডিও কলে যুক্ত হয়ে অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দিন। 
  তিনি বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। 
  জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার এবং জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্থানীয় শতাধিক নারী-পুরুষ ও শিশু সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই উন্মুক্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com