রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশার কয়েল বিতরণ করলেন মান্নান মুসুল্লী

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৮-০৭ ০৩:৩৭:৪৭

image

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি উদ্যোগে রাজবাড়ী পৌর শহরে ১হাজার মানুষের মধ্যে এক প্যাকেট করে মশার কয়েল বিতরণ করেছে আসন্ন সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী ও সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লী।

  গতকাল ৬ই আগস্ট শহরের রেলগেট স্মৃতি চত্ত্বর ও রেল স্টেশনে পথচারী এবং অসহায় ছিন্নমুল মানুষের মধ্যে এসব মশার কয়েল বিতরণ করেন তিনি।

  আব্দুল মান্নান মুসুল্লী বলেন, রাজবাড়ীতে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমি রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে দেখেছি অনেক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। কিন্তু হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর। এজন্য আমি রাজবাড়ী ও গোয়ালন্দবাসীর জন্য বিনামূল্যে মশার কয়েল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। প্রতিটা ইউনিয়নে ২হাজার প্যাকেট মশার কয়েল বিতরণ করা হবে। ইতিমধ্যেই আমি ২০ হাজার প্যাকেট মশার কয়েল অর্ডার দিয়েছি। আজকে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকায় ১হাজার মানুষের মধ্যে ১হাজার প্যাকেট মশার কয়েল বিতরণ করেছি। এসব মানুষের মধ্যে রয়েছে হোটেল শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর ও রেলস্টেশনের থাকা অসহায় ছিন্নমুল মানুষ। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  এছাড়াও তিনি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ১হাজার পিস মশারী বিতরণ করবেন বলে জানান।

  এদিকে তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com