দৌলতদিয়ার পোড়াভিটা থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মইনুল হক মৃধা || ২০২৩-০৮-০৭ ০৩:৪১:৩৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় জনৈক করিম মোল্লার বাড়ীর ভাড়াটিয়া নুরজাহান বেগমের ঘর থেকে গতকাল ৬ই আগস্ট সকাল ১০টার দিকে সিএনজি চালক মিন্নত মোল্লা(৩০) এর লাশ পুলিশ উদ্ধার করেছে। 

  মৃত মিন্নত মোল্লা মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শাইলী গ্রামের ইউনুস আলীর ছেলে। পেশায় সে একজন সিএনজি চালক।

  পুলিশ ও স্থানীয়রা জানান, মিন্নত মোল্লা সকাল সাড়ে ৬টার দিকে নুরজাহান বেগমের ভাড়া বাড়ীর সামনে এসে অসুস্থ হওয়ার কথা জানায়। এ সময় নুরজাহান বেগম তার ঘরের একটি কক্ষ খুলে দিলে সে বিশ্রাম নিতে থাকে। এ সময় তার অপর দুই সফরসঙ্গী মিন্নতকে খুঁজতে থাকে। পরে ওই বাড়ীতে অসুস্থ অবস্থায় পেয়ে তারা দ্রুত তার মাথায় তেল-পানি দিয়ে প্রাথমিক সেবা দিতে থাকেন। এক পর্যায়ে সে বেশি অসুস্থ হয়ে নেতিয়ে পড়লে দ্রুত স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে খবর দেয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে তিনি মিন্নত মারা গেছেন বলে নিশ্চিত করেন।

  স্থানীয় কয়েকজন জানান, দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকার অধিকাংশ বাসিন্দাদের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালিয়ে পোড়াভিটা থেকে মাদক উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করলেও মাদককারবারীদের অপতৎপরতা থামছে না। মিন্নত মাঝে মধ্যে যৌনপল্লীতে আসা যাওয়া করতো। গত ৫ই আগস্ট রাতে মানিকগঞ্জ থেকে মিন্নতসহ তারা ৩জন যৌনপল্লীতে রাত্রিযাপন করে। গতকাল ৬ই আগস্ট সকালে সে নুরজাহানের বাড়ীর সামনে এসে অসুস্থ হওয়ার কথা জানায়। এ সময় নুরজাহান তার ঘরের একটি কক্ষে তার মাথায় তেল-পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। তার দুই সফরসঙ্গী জরুরীভাবে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে ডেকে আনলে তিনি জানান মিন্নত মারা গেছেন। স্থানীয়দের ধারণা অতিরিক্ত নেশা বা যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে সে মারা গেছেন।

  গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে স্ট্রোক করে মারা গেছেন। শনিবার রাতে মিন্নতসহ ৩জন যৌনপল্লীতে প্রবেশ করে। তাদের ৩জনের নামে স্থানীয় একটি আবাসিক বোডিংয়ের কক্ষ বুকিং দেয়া রয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com