বালিয়াকান্দিতে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারপিটে ১জন আহত

তনু সিকদার সবুজ || ২০২৩-০৮-০৮ ০৫:২০:৫৬

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার খোর্দ্দ মেগচামী গ্রামে ক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে গতকাল ৭ই আগস্ট সকালে প্রতিপক্ষের মারপিটে ইমাম হোসেন(৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে।
  তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইমাম হোসেন ওই গ্রামের মৃত ইউছুফ হোসেনের ছেলে।
 আহত ইমাম হোসেন বলেন, বাড়ীর পাশে আমার ফসলি জমিতে প্রায়ই একই গ্রামের মৃত জরিপ মন্ডলের ছেলে লাড্ডু মন্ডল, তার স্ত্রী রিজিয়া খাতুন, ফুলচাদ ও তার ছেলে রিয়াজ মন্ডল বিভিন্ন সময় ক্ষেতের ফসল নষ্ট করে। আমি তাতে প্রতিবাদ করলে এরা দেশীয় অস্ত্র নিয়ে সকালে আমার বাড়ীতে এসে কোন কিছু বোঝার আগেই এলোপাতারীভাবে মারধর করতে থাকে। এ সময় আমার চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
  এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com