পাংশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মোক্তার হোসেন || ২০২৩-০৮-০৮ ১৬:৫২:১৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা তথ্য কেন্দ্রের সহযোগিতায় “সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা ও ৮জন অস্বচ্ছল পরিবারের নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথি ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান।
  অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তা স্বর্ণদ্বীপ বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী শবনম ইয়াসমিন স্বপ্না শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সিদ্দিকী।
  আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮জন অস্বচ্ছল পরিবারের নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই মেশিন প্রাপ্ত সুবিধাভোগীরা হলেন, উষা রানী দাস, মুক্তা খানম, মোছাম্মৎ মরিয়ম বেগম, মোছাম্মৎ হালিমা খাতুন, মোছাম্মৎ নাজমা আক্তার, লিমা আক্তার, কনা রানী দে ও সুরাইয়া খাতুন।
  অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নাজমা কায়কোবাদ, চন্দনা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী আলেয়া পারভীন, মাতৃকল্যাণ সমিতির সভানেত্রী সাবরিন বাকী, পদ্মা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শামীমা আক্তার, উদয়ন মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী রেহানা পারভীন ও স্বপ্নচূড়া মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী শামীমা নাসরিন, মানষী মন্ডলসহ স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সমিতির নেত্রীবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com