রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের পদ্ম বিলের জলাবদ্ধতা নিরসনে গৃহীত প্রকল্প গতকাল ১০ই আগস্ট সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো ও নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের পদ্ম বিলে চাষাবাদ করা কৃষকদের কষ্ট লাঘবে জলাবদ্ধতা নিরসনে ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে এ প্রকল্পটি গ্রহণ করা হয়। যা বাস্তবায়িত হলে এ অঞ্চলের ৪শত একর জমির জলাবদ্ধতা নিরসনসহ চাষাবাদের ক্ষেত্রে তিন ফসলি জমিতে রূপান্তরিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com