পাংশার হাবাসপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা

মোক্তার হোসেন || ২০২৩-০৮-১২ ১৭:২৮:৫৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ১২ই আগস্ট দুপুরে চরঝিকড়ী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

  হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মন্ডলের সভাপতিত্বে ও হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওহাব মন্ডল বক্তব্য রাখেন।

  অন্যান্যের মধ্যে হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাঁদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম পাকু, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা আবু, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা লতিফ প্রামানিক, বাদল খান, সাল্লেক বিশ্বাস, সাইদুর রহমান বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, খবির সরদার, কৃষক লীগ নেতা শাহজাহান আলী, ইউপি মেম্বার বিল্লাল হোসেন ও পাংশা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জহুরুল হক সবুজ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  বক্তারা আগামী ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২রা সেপ্টেম্বর হাবাসপুর ইউনিয়নে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের আগমন উপলক্ষে আওয়ামী লীগের কর্মী সভা সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

  এ ছাড়াও বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন। নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে এমপি জিল্লুল হাকিমের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাহ মন্ডল, হাবাসপুর ইউপি আওয়ামী লীগের সহসভাপতি মজিবর ফকির, ইউপি সদস্য খোকন বিশ্বাস ও কাশেম সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com