রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সরকারী কলেজে প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১২ই আগস্ট দুপুরে বালিয়াকান্দি সরকারী কলেজের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত ১৭২জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল আলমের সভাপতিত্বে ও ভূগোল বিভাগের প্রভাষক রকিবুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, প্রতিটা বাবা-মার কর্তব্য তার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। সেই দায়িত্বের বড় অংশ পালন করে শিক্ষকেরা। শিক্ষার্থীদের তিনি বলেন, তোমরা হলে আমাদের দেশের ভবিষ্যৎ। তোমরাও একদিন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতে পারো। পড়ালেখা করে নিজের সেই অবস্থান তৈরী করতে হবে। এখন থেকেই তোমাদের দেশ পরিচালনায় পারদর্শী হতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু বাংলাদেশের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তাকে তোমরা অনুসরণ, অনুকরণ করবে। শিক্ষকদের উদ্দেশ্যে বলবো আপনারা জাতি গড়ার কারিগর। আপনাদের কাছে অনুরোধ ভালো নাগরিক তৈরী করেন। দেশে যেন তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে দেশের মানুষকে সেবা করতে পারে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com