দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় পদ্মার ভাঙ্গনের হুমকীতে দেড় হাজার পরিবার

হেলাল মাহমুদ || ২০২৩-০৮-১৪ ১৬:১২:০৭

image

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরী ঘাট এলাকা ও সাত্তার মেম্বারের পাড়া গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। 

  গতকাল ১৪ই আগস্ট সকাল থেকে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে সংস্কার কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের উপস্থিতিতে নিয়োজিত শ্রমিকরা সেখানে জিওব্যাগ ফেলে সংস্কারের কাজ করছে। 

  ভাঙ্গন কবলিত দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার ৬নম্বর ফেরী ঘাট এলাকার বাসিন্দা শিল্পী বেগম বলেন, আমরা সরকারের কাছে চাল, খাবার দাবার কিছুই চাইনা, সরকারের কাছে শুধু আমাদের একটাই দাবী সরকার শুধু আমাদের এখানে নদী শাসনটা করে দিক। তাতে করে আমরা এখানে বসবাস করতে পারবো।

  অপর বাসিন্দা নুরজাহান বেগম বলেন, যেভাবে আমাদের বাড়ীর পাশে ভাঙ্গন শুরু হয়ে বাড়ী-ঘর ভাঙ্গছে তাতে করে দুই এক বেলার মধ্যে আমাদের সব কিছুই পদ্মা নদীতে চলে যাবে। ভাঙ্গন শুরু হওয়ার পর যে কয়েকটা জিওব্যাগ ফেলানো হচ্ছে তাতে করে আমাদের বাড়ী-ঘরসহ জমি কিছুই ঠেকানো সম্ভব হবেনা।

  এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র আরিচা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, ভাঙ্গন রোধে আমরা জিও ব্যাগ ফেলে মার্চ মাস থেকে পর্যায়ক্রমে কাজ করে চলেছি। হঠাৎ দৌলতদিয়ার ৬নম্বর ফেরী ঘাট এলাকায় ভাঙ্গন শুরু হলে সেখানে আমরা ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে সংস্কার কাজ করে চলছি। তবে ফেরী ঘাটসহ সাত্তার মেম্বার পাড়া এলাকার দরিদ্র পরিবারের ঘর-বাড়ী, জমি যাতে রক্ষা করা যায় সেটার জন্য আমরা কাজ করছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com