বসন্তপুরে সাপের কামড়ে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

আশিকুর রহমান || ২০২৩-০৮-১৬ ১৫:৫৪:০১

image

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে গতকাল ১৬ই আগস্ট বিকালে সাপের কামড়ে শেফা খাতুন(১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দুই ঘণ্টা তাকে ঝাড়ফুঁক করেন স্থানীয় এক কৃষক।

  শেফা ওই গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে। সে উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো। তার বাবা সিরাজুল উদয়পুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

  শেফার চাচা জহির উদ্দিন জমাদার বলেন, ‘বিকেল ৫টার দিকে শেফা বাড়ীর সামনের টয়লেটে যায়। সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তাকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রওয়ানা হয় পরিবারের সদস্যরা। তারা রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের চিকিৎসক শেফাকে মৃত ঘোষণা করেন।

  স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সাপে কামড় দেয়ার পর স্থানীয় কৃষক পান্না দুই ঘন্টা মেয়েটিকে ঝাড়ফুঁক করেন। মেয়েটির পরিবারের সদস্যরা ভুল করেছে। সাপে কামড় দেয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হলে হয়তো মেয়েটি বেঁচে যেত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com