রাজবাড়ীতে মৎস্য দপ্তরের উদ্যোগে মাশালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত

রফিকুল ইসলাম || ২০২৩-০৮-১৭ ১৬:০৮:০৪

image

 রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ১৭ই আগস্ট দুপুরে মূলঘর ইউনিয়নের মাশালিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

  রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের আওতায় এ পোনা মাছ অবমুক্ত করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

  এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ডক্টর এসএম রেজাউল করিম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামান ও রাজবাড়ী থানার এসআই আলেয়া আক্তার বক্তব্য রাখেন। 

  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন  ইয়াছমিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। সভা পরিচালনা করেন সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব। 

  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান গাজী। 

  এ সময় রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সরদার, জেলা মৎস্য অফিসের অফিস সহকারী বনি আমিন পিয়াস, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

  আলোচনা সভা শেষে বিভিন্ন প্রজাতির ১৯৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com