গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধারসহ পরোয়ানাভূক্ত ১১ আসামী গ্রেপ্তার

মইনুল হক মৃধা || ২০২৩-০৮-১৮ ১৫:১৫:১৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে গত ১৭ই আগস্ট দিনগত রাত সাড়ে ১০টার দিকে ৫২০ পিস ইয়াবাসহ আইয়ুব সরদার (৪৮) নামে এক চিহিৃত মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। 

  গ্রেফতারকৃত আইয়ুব সরদার দৌলতদিয়া নতুন পাড়ার মৃত সিরাজ সরদারের ছেলে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৮টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

  এছাড়া একই দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ জিআর পরোয়ানাভুক্ত আসামী সালাম ব্যাপারী, রহিমা খাতুন, রুবেল মন্ডল, আসাদুল ব্যাপারী, বেবী বেগম, ওয়াহিদুল ইসলাম সাজন, আকাশ মোল্যা, ওহাব শেখ ও আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক সরদার নামে আরো ১০ জনকে পুলিশ গ্রেফতার করে।

  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, আইয়ুব সরদার একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ই আগস্ট গভীর রাতে তাকে যৌনপল্লী থেকে গ্রেফতার করা হয়েছে। 

  এছাড়া জিআর মামলার পরোয়ানাভুক্ত ১০জন আসামীকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৮ই আগস্ট দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com