রাজবাড়ীতে নতুন ২৪জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

মীর সামসুজ্জামান || ২০২৩-০৮-১৯ ১৪:৪৬:১৬

image

রাজবাড়ী জেলায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯২ জন। 

  গতকাল ১৯ শে আগস্ট এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হওয়া ২৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে সদর হাসপাতালে ১৬ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৮জন ভর্তি হয়েছে।

  এছাড়া জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯২ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৪১ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২২ জন, কালুখালীতে ৯ জন, বালিয়াকান্দিতে ৯ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১জন ভর্তি রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com