বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে গতকাল ১৯শে আগস্ট দুপুরে রাজবাড়ীতে পদযাত্রা করেছে বিএনপি।
পদযাত্রাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ১নং রেলগেট দিয়ে ২নং রেলগেট এলাকা প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এই অবৈধ সরকারের কেউ অসুস্থ হলে তাদের দ্রুত সিঙ্গাপুর, আমেরিকা নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ হলেও তাকে বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে।
বক্তারা, এই অবৈধ সরকারের পদত্যাগের মাধ্যমে ভোটের অধিকার ফিরেয়ে এনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী জানান।
এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আঃ সালাম মিয়া, সাবেক দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা কৃষক দলের সদস্য-সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মহ্ববত হোসেন খোকন ও সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, যুবদল নেতা মাসুদুর রহমান লাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com