চুক্তি বাতিলের পর এবার বেলগাছি-কাজীরহাট সড়ক উন্নয়ন কাজের ঠিকাদারকে ৭লক্ষাধিক টাকা জরিমানা

শিহাবুর রহমান || ২০২৩-০৮-২০ ১৪:৪০:০০

image

 অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন থেকে কাজীরহাট পর্যন্ত ৩.০৪০ কিলোমিটার ২৫ এম এম ঘন কার্পেটিং দ্বারা সড়কের নির্মাণ কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসিব এন্টারপ্রাইজের সাথে কাজের চুক্তি বাতিলের পর এবার প্রতিষ্ঠানটিকে প্রায় সাড়ে ৭লক্ষ টাকা জরিমানা করেছে প্রকল্প পরিচালক। 

  এর আগে গত ৪ঠা এপ্রিল ঠিকা চুক্তি বাতিলের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প(ওজওউচ-৩) এর প্রকল্প পরিচালককে পত্র প্রদান করেন এলজিইডি রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন।

  জানা যায়, ২০২১ সালে ১ কোটি ১৩লক্ষ ৫৫হাজার ৪৪৪ টাকা চুক্তিমূল্যে বেলগাছি রেলস্টেশন সংলগ্ন রেলগেট থেকে কাজীরহাট পর্যন্ত ৩ কিলোমিটার ২৫ এমএম ঘন কার্পেটিং দ্বারা সড়কের উন্নয়ন কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসিব এন্টারপ্রাইজ। পরে হাসিব এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি কিনে নেয় রাজবাড়ী সদরের সাবেক যুবলীগ নেতা ঠিকাদার হরিপদ সরকার রানা।

  টেন্ডার অনুযায়ী ২০২১ সালের নভেম্বরে কাজ শুরু করে ২০২২ সালের নভেম্বরের মধ্যে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। হরিপদ সরকার রানা চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজতো শেষ করেইনি বরং রাস্তাটিতে ব্যবহার করে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী। এতে আপত্তি জানায় সদর উপজেলা প্রকৌশলী। এসব বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে দৈনিক মাতৃকণ্ঠ ও জাতীয় দৈনিক পত্রিকায় রাস্তাটির দুর্নীতি-অনিয়মের খবর প্রকাশিত হয়। পত্রিকায় খবর প্রকাশের পর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর থেকে একটি টিম এসে কাজের এলাকা সরেজমিন পরিদর্শন করেন।  

  রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন জানান, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলস্টেশন সংলগ্ন থেকে কাজীরহাট পর্যন্ত ৩ কিলোমিটার ২৫ এম এম ঘন কার্পেটিং দ্বারা সড়কের উন্নয়ন কাজের জন্য পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টেন্ডারে কাজ পায় পাংশা উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস হাসিব এন্টারপ্রাইজ। ২০২১ সালের ২১শে নভেম্বর নির্মাণ কাজের কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী কাজটি ২৮শে নভেম্বর শুরু করে ২০২২ সালের ৮ই জুন সমাপ্ত করার জন্য নির্ধারিত ছিল। কিন্তু কাজটি অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় ২০২৩ সালের ১৯শে জানুয়ারী অগ্রগতি ত্বরান্বিত করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদপত্র দেওয়া হয়। এর মধ্যে রাস্তাটিতে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। ঠিকাদারকে এসব নিম্নমানের নির্মাণ সামগ্রী সাইট থেকে অপসারণ করতে বলা হয়। কিন্তু তিনি বিষয়টি আমলে না নিয়ে খারাপ মালামাল দিয়ে কাজ করতে থাকেন। যার প্রেক্ষিতে গত ৩০শে জানুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠানকে ফের পত্র প্রেরণ করা হয়। ঠিকা চুক্তি অনুযায়ী ২৮ দিনের অধিক সময় নিরবিচ্ছন্নভাবে নির্মাণ কাজ বন্ধ রাখা এবং সংশ্লিষ্ট কাজের ক্রুটি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় গত ৪ঠা এপ্রিল ঠিকাদারের সাথে চুক্তি বাতিলের জন্য প্রকল্প পরিচালককে পত্র দেওয়া হলে কর্তৃপক্ষ চুক্তি বাতিল করে। সর্বশেষ গত জুল মাসে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীরসহ গঠিত কমিটির যৌথ পরিমাপ শেষে সড়কটির অসমাপ্ত কাজের পরিমাণ ৭৪ লক্ষ ৭৩হাজার ২১৩ টাকা বিধি মোতাবেক ১০% হিসেবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৭ লক্ষ ৪৭হাজার ৩২১টাকা জরিমানা হয়। গত ২৭/৭/২০২৩ তারিখে ঠিকাদার উক্ত জরিমানার টাকা পরিধোধ করেছে। বর্তমানে এ প্রকল্পে অবশিষ্ট কাজের জন্য নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

  এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেনের ত্বড়িৎ পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com