পাংশায় কাতার প্রবাসীর স্ত্রীর মৃতদেহ উদ্ধার॥১জন আটক

মোক্তার হোসেন || ২০২৩-০৮-২০ ১৪:৪১:১৯

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউপির ৭নং ওয়ার্ডের মুছিদহ খামারডাঙ্গী গ্রামের নিজ বাড়ির উঠান থেকে গতকাল ২০শে আগস্ট ভোর রাত ৪টার দিকে কাতার প্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন(৩০) এর মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।

  জানা যায়, কাতার প্রবাসী আনিছুর রহমান দুই বছর হল নতুন বাড়ি করেন। বাড়িতে স্ত্রী রুনা খাতুন শিশু কন্যা উম্মে সিনহা ও শিশু পুত্র হোসাইনসহ বসবাস করেন। রুনা খাতুনের বাড়িতে প্রতিবেশী মিলন শেখের স্ত্রী চম্পা খাতুন গৃহস্থালির কাজ করতো। মাস দুয়েক হল সে ওই বাড়িতে গৃহস্থালির কাজ ছেড়ে দিয়েছে। 

  গৃহবধুর চাচা শ্বশুর আতাহার মন্ডল বলেন, আমার নাতি(নিহত গৃহবধুর কন্যা) উম্মে সিনহা(১০) তাদেরকে জানিয়েছেন যে, গভীর রাতে দেড় বছর বয়সী ছোট ভাইয়ের কান্নার শব্দে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে সে দেখে তার মা ঘরে নেই। এরপর সে তার মাকে খুঁজতে বারান্দায় এলে প্রতিবেশী খলিল শেখের ছেলে মিলন শেখ (২৫)কে দেখতে পায়। এ সময় সে তাকে জিজ্ঞাসা করেন আমার মা কোথায়? মিলন শেখ উত্তর দেয়, তোমার মা আমাদের বাড়ীতে গেছে। এরপর সে মাকে ডাকতে গেলে মিলন শেখ তার মুখ চেপে ধরে টয়লেটের মধ্যে নিয়ে আটকে রাখে। কিছুক্ষণ পরে টয়লেটের দরজা খুলে দিয়ে মিলন পালিয়ে যায়। পরে সে দেখে দড়ি দিয়ে পা বাঁধা অবস্থায় তার মা বাড়ীর উঠানে পড়ে আছে। মায়ের কোন সারা শব্দ না পেয়ে সে প্রতিবেশীদের ডেকে আনেন। প্রতিবেশীরা এসে দেখেন তার মা মৃত অবস্থায় পড়ে আছে। এ ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। 

  এলাকাবাসী জানায়, চম্পা খাতুনের স্বামী মিলন শেখ লোক হিসেবে ভালো না। বিভিন্ন অপরাধ কর্মকান্ডর সাথে জড়িত। অপরাধ কাজ সংগঠনের উদ্দেশ্যে মিলন শেখসহ তার সহযোগিতরা শনিবার দিনগত রাতে রুনা খাতুনের বাড়িতে প্রবেশ করে। পরিচয় প্রকাশ হওয়ার কারণে বখাটে মিলন শেখসহ তার সহযোগিরা রাত দেড়টা থেকে রাত দুইটার মধ্যে রুনা খাতুনকে  হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  এ ঘটনায় রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, মরদেহ ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলন শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সে এই হত্যাকান্ডের সাথে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com