রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল ২২শে আগস্ট দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গজারিয়া বিলে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী প্রিয়ন্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গজারিয়া বিলে ১১০ কেজি, কাশমিয়ার বিলে ৯০ কেজি, নশরতশাহী আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৪০ কেজি ও উপজেলা পরিষদের পুকুরে ৬০ কেজি মোট ৩০০ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com