বালিয়াকান্দিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন প্রায় ৮ হাজার হতদরিদ্র পরিবার

সোহেল মিয়া || ২০২৩-০৮-২৬ ১৪:৫৪:৫৯

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ জন ডিলারের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৭ হাজার ৯৪৩ জন কার্ডধারী উপকারভোগী।

  এসব কার্ডধারীদের মাঝে প্রত্যেককে নির্ধারিত প্রতি মাসে ৩০ কেজি করে ২৩৮ দশমিক ২৯৪ মেট্রিক টন চাল প্রদান করা হচ্ছে। তবে সরকারের এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসের ৬০ কেজি চাল একসাথে আগস্ট মাসে অগ্রীম বিতরণ করা হচ্ছে। যা চলমান। উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে নারুয়া ইউনিয়নের ডিলার রেজাউল ইসলাম মৃত্যুবরণ করায় সাময়িক সেখানে চাল বিতরণ বন্ধ রয়েছে। খুব দ্রুতই ডিলার নিয়োগ করে সেখানকার উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করা হবে।

  উপকারভোগী আব্দুর রাজ্জাক খান জানান, বয়সের ভারে তিনি কোন কাজ করতে পারেন না। ছেলেরাও তেমন খোঁজ খবর রাখেন না। দ্রব্যমূল্যের এই ঊর্দ্ধগতির সময়ে সরকারের দেওয়া ১০ টাকা(বর্তমানে ১৫টাকা) দামের ৩০ কেজি চালের ওপর নির্ভর করেই তিনি ও তার স্ত্রী খেয়ে বেঁচে আছেন। প্রায় সাত বছর ধরে তিনি এই চাল পাচ্ছেন। তবে চলতি বছরে কেজি প্রতি ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা করেছেন। তবে এ চাল নিতে

  সত্তরোর্দ্ধ বৃদ্ধ আব্দুর রাজ্জাক খান ও বিধবা হালিমা বেগম জানান, ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। সময় গুণছেন কখন বাজবে ৯টা। সরকারের দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ টাকা দামের ৩০ কেজি চাউলের জন্যই তাদের এই অপেক্ষা। 

  এই কর্মসূচী চালু রাখার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্জাক খান এবং বিধবা হালিমা বেগম(৪৫) বলেন, এই কর্মসূচী গরীব অসহায় মানুষের দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার কর্মসূচী। তাই এই কর্মসূচী যেন কখনো বন্ধ না করেন তিনি।

  বালিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম জানান, বর্তমান সরকার ২০১৬ সালে ১০ টাকা দামে ৩০ কেজি চাল বিতরণের খাদ্য বান্ধব কর্মসূচী চালু করেন। ২০২৩ সালের মার্চ মাস থেকে ৫ টাকা বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করেন। প্রতি বছরের মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই ৫ মাস কর্মসূচীর চাল দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

  তারই ধারাবাহিকতায় বালিয়াকান্দির সাতটি ইউনিয়নে ১৪ জন ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৪ জন ডিলারের আওতায় এই কর্মসূচীতে ৭ হাজার ৯৪৩ জন উপকারভোগী রয়েছেন। 

  সদর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার মোঃ জাকির হোসেন ও তদারকির দায়িত্বরত কর্মকর্তা মোঃ মাহবুব খান জানান, এই চাল নেওয়ার জন্য ভোর থেকে উপকারভোগী অসহায় মানুষগুলো অপেক্ষা করতে থাকে। সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত কর্মসূচীর চাল বিতরণ করে থাকেন তারা।

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর চাল যাতে সঠিকভাবে বন্টন হয় তার জন্য প্রতিটি ডিলারের বিপরীতে একজন করে সরকারী তদারকি কর্মকতা(ট্যাগ অফিসার) নিয়োগ দেওয়া রয়েছে। যাতে উপকারভোগীরা সঠিক পরিমাপে চাল পান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com