রাজবাড়ী সদর উপজেলার বানীবহে নসিমন ও গ্যাসের সিলিন্ডার বোঝাই অটো গাড়ীর সংঘর্ষে মোসলেম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে।
গতকাল ২৬শে আগস্ট বিকালে বানীবহ গ্রামে প্রয়াত লতিফ চেয়ারম্যানের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।
আহত মোসলেম উদ্দিন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের সুবিদ আলীর ছেলে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আহত মোসলেম উদ্দিন বালিয়াকান্দি উপজেলার জামালপুর হতে কাজ করে তার ছেলে ও নাতির সাথে নসিমন গাড়ীতে বাড়ী আসছিল। নসিমনটি বানীবহ গ্রামে লতিফ চেয়ারম্যানের বাড়ীর পাশে আসলে একই দিক হতে আসা অটো গাড়ীটির সাথে সংঘর্ষ হয়। এতে তার পায়ে আঘাত লেগে গুরুতর জখম হয়।
এ ঘটনার পর তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com