রাজবাড়ীর সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন দৌলতদিয়ায় নকশীকাঁথা মেইল ট্রেনের ২টি বগি লাইনচ্যুত

মইনুল হক মৃধা || ২০২৩-০৮-২৮ ১৪:১২:৪০

image

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় গতকাল ২৮শে আগস্ট দুপুর দেড়টার দিকে খুলনাগামী নকশীকাঁথা মেইল ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়।

  এ ঘটনার পর রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট স্টেশনের(দৌলতদিয়া) সাথে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। 

  দূর্ঘটনা কবলিত ট্রেনটি ইঞ্জিনসহ সামানে থাকা দুইটি বগি নিয়ে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে এবং ঘটনাস্থলে রয়েছে দূর্ঘটনা কবলিত তিনটি বগি, যা উদ্ধার কার্যক্রম শেষ হলে ওই বগিসহ সম্পূর্ণ ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আনা হবে। পরে সেখান থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ঘটনার পরেই রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে কাজ শুরু করে।

  অপরদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাটল ট্রেনটি পাঁচুরিয়া স্টেশনে গিয়ে আটকে পড়ে। পরে সেখান থেকেই কর্তৃৃপক্ষের নির্দেশনায় ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে আসে। রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার বিষয়টি নিশ্চিত করেন।

  স্থানীয়রা জানায়, ফকিরপাড়া এলাকায় দুপুরে নকশীকাঁথা নামক ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পায় ট্রেনটি রেললাইন থেকে ৫টি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোন যাত্রী বা আশপাশে থাকা বাড়ী-ঘর ও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা অনেক ভয় পেয়েছে।

  রাত সোয়া ৮টায় গোয়ালন্দ রেলওয়ে থানার এসআই (আইসি) মফিজুল হক জানান, দুর্ঘটনা কবলিত তিনটি বগির মধ্যে ২টি বগি লাইনচ্যুত হয়। বগি ২টির মধ্যে একটি বগি লাইনে উঠানো হয়েছে, আরেকটি উঠানোর কাজ চলমান রয়েছে। আশা করছি রাতের মধ্যে ২টি বগিই লাইনে উঠানোর কাজ শেষ হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com