রাজবাড়ীতে ৪ দফা দাবী আদায়ে ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচিতে ম্যাটস্ শিক্ষার্থীরা

মাহফুজুর রহমান || ২০২৩-০৮-৩০ ১৪:৪৪:৫৪

image

 রাজবাড়ীতে চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট, মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করেছে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ড টেন্টিং স্কুলের শিক্ষার্থীরা।

 গতকাল বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী প্রায় শতাধিক ম্যাটস্, ডিএমএফ ও ইন্টার্নশীপ চিকিৎসকবৃন্দরা এ মানববন্ধন কর্মসূচিতে পালন করে।

 মানববন্ধনে শিক্ষার্থী মোঃ রকি শেখ, মোঃ নেইমার শিশির, মোঃ জাহিদ মোল্লা, মোছাঃ বিথি খাতুন ও মোঃ মেহেদী সহ প্রমুখ বক্তব্য রাখেন।

  মানববন্ধনে বক্তরা বলেন, ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, এ্যলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড এর বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সুজন এবং দ্রুত নিয়োগ চাই এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।

  মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন ও সদর হাসপাতালের তত্ত্বাবধয়াক ডাঃ এ এস এম আব্দুল হান্নান নিকট স্মারক লিপি প্রদান করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com