রাজবাড়ী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে গতকাল ৩১শে আগস্ট দিনব্যাপী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ উপ-কমিটির সভাপতি শাজাহান খান।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক আব্দুল খালেক ও রাজবাড়ী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন বলেন, রাজবাড়ী জেলার অনলাইন আবেদনকৃত নতুন মুক্তিযোদ্ধাদের আজ যাচাই-বাছাই শুরু হয়েছে। সংসদ সদস্য শাজাহান খান ও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক আব্দুল খালেক উপস্থিত থেকে অনলাইনে নতুন আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com