বালিয়াকান্দিতে প্রয়াত চার গুণীজন স্মরণে সম্মাননা ও আলোচনা সভা

তনু সিকদার সবুজ || ২০২৩-০৯-০২ ১৫:০২:১৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে প্রয়াত গুনীজন স্মরণে ৪ জনকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২রা সেপ্টেম্বর বিকালে বালিয়াকান্দি আদর্শ লাইব্রেরীতে নাগরিক ফোরাম ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের আয়োজনে বালিয়াকান্দি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রয়াত বিনয় চক্রবর্তী, সাহিত্যিক ও কবি এম ইকরামুল হক, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর সুবোধ মৈত্র ও কবি ও সাহিত্যিক মোঃ ফয়জুল ইসলামের স্মরণে সম্মাননা প্রদান করা হয়।

নাগরিক ফোরামের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সি আমীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে কবি সালাম তাসির, ওয়ার্কার্স পার্টির সভাপতি সলেমান মোল্লা দলু, কবি প্রভাষক সুজয় কুমার পাল, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রয়াত ৪গুণীজন পরিবারের সন্তানদের হাতে সম্মাননার ক্রেষ্ট প্রদান করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com