পাংশা আদি মহাশ্মশানে জাতীয় সাধু সংসদের বাংলার পদযাত্রা প্রতিনিধি দলের সভা

মোক্তার হোসেন || ২০২০-০৯-১৭ ১৪:৩৯:৫৯

image

জাতীয় সাধু সংসদ এবারে আজমেরী শাহী মালাং কাফেলার ৩শ’ কিলোমিটার ‘বাংলার পদযাত্রা’ শুরু করেছে। বাংলার পদযাত্রার ১৫তম স্থান হিসেবে গতকাল বৃহস্পতিবার পাংশা আদি মহাশ্মশানে পৌঁছে সেখানে সভা করে তারা।
  জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সাধু সংসদের আজমেরী শাহী মালাং কাফেলার ‘বাংলার পদযাত্রা’র প্রতিনিধিদল পাংশা আদি মহাশ্মশানে পৌঁছে। দুপুরে পাংশা আদি মহাশ্মশানের সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় জাতীয় সাধু সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহী বাবা সৈয়দপুরী ও পাংশা আদি মহাশ্মশানের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু বক্তব্য রাখেন। সভায় পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার কুন্ডু ও পাংশা আদি মহাশ্মশান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সমীর কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন। বিকেল ৪টার পরে বাংলার পদযাত্রার প্রতিনিধিদল খোকসার উদ্দেশ্যে রওনা হয়।
  সূত্রমতে, গত ১১ই সেপ্টেম্বর ঢাকাস্থ সংস্থার অভয়াশ্রম থেকে বাংলার পদযাত্রা কাফেলা শুরু হয়। কাফেলাটি আগামী ২২শে সেপ্টেম্বর কুষ্টিয়ার ছেউরিয়ার লালন শাহ মাজার প্রাঙ্গনে প্রথমবারের মত লালন পাগল মেলায় সমবেত হবে। সবশেষে ২৬-২৮শে সেপ্টেম্বর তিনদিন ব্যাপী কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরের সারাতলায় হযরত সোলেমান চিশতী(রহঃ) মাজার প্রাঙ্গনে হযরত আব্দুল শুকুর মালাং বাবা(রহঃ) এর ওরশ কর্মসূচীতে অংশ গ্রহণ করবে। এর আগে আজমেরী শাহী মালাং বাংলার পদযাত্রা কাফেলা ২৪০ কিলোমিটার পথ পায়ে হেটে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শোক-শ্রদ্ধাঞ্জলী কর্মসূচী পালন করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com