রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ই সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের ৩য় তলার হল রুমে দিনব্যাপী এ শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কামরুন নাহার ঐশী ও তানিয়া জামান বক্তব্য রাখেন।
এ সময় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়, রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহেদ আলী বিশ্বাস।
মেলায় নিজ হাতে বানানো বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী ও বিভিন্ন চিত্র প্রদর্শন করে শিক্ষার্থীরা। এতে মোট ৮৮টি স্টল প্রদর্শন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com