বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ই সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ উপজেলা কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পর্ষদের আয়োজনে শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজার মন্দির থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।ধর্মীয় এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পর্ষদের সভাপতি নিরঞ্জন কুমার আগরওয়ালা।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়াসহ বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাকঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com