রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৮ জন। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন।
গতকাল ৬ই আগস্ট জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ২২জন,পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৪ জন,কালুখালীতে ১৬ জন, বালিয়াকান্দিতে ১৭ জন ও গোয়ালন্দে ৬ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ১৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৭ জন, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৩ জন।অপরদিকে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪০৭ জন। সুস্থ হয়েছে ১৩৩২ জন।
এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩রা সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মাজেদা বেগম(৪৭) নামের এক গৃহবধু মারা যায়। তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা জেলে পাড়া এলাকার বাহাদুরের স্ত্রী। তিনি গত ২রা সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৪ঠা সেপ্টেম্বর ভোর ৬টায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্র শিবিরের নেতা মোঃ রজব আলী(৩০) এর মৃত্যু হয়। মোঃ রজব আলী ২০১৯-২০২০ মেয়াদে জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।
এছাড়াও একই দিন গত ৪ঠা সেপ্টেম্বর সন্ধ্যায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের কোল্ডচেইন টেকনিশিয়ান পদে কর্মরত(বালিয়াকান্দি হাসপাতালের জুনিয়র মেকানিক) মোহাম্মদ আকরাম হোসেন(৪৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরী। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে জেলার সকল সরকারী হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com