নবাবপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে ৯জন সদস্যের সংবাদ সম্মেলন

তনু সিকদার সবুজ || ২০২৩-০৯-০৭ ১৫:২৩:০৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ৯জন ইউপি সদস্য।

গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এতে ইউপি সদস্য আমিনুর রহমান বাবু, কাবিল উদ্দিন মন্ডল ও সাফিয়া বেগম বক্তব্য রাখেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে লিখিত অভিযোগ পত্র প্রদান করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে ১০ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি তদন্তে ঘটনার সতত্যা পাওয়া যায় তাহলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com