রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সামনে সড়কে গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে দারিদ্র মোচন প্রচেষ্টা এনজিও’র আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আওতাধীন শিক্ষক, ঘর মালিক ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতন-বোনাস ও শিখন কেন্দ্রের ঘর ভাড়া, বিদ্যুৎ বিলের টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে ১টা পর্যন্ত আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির শিক্ষক ইসমিতা জোয়ার্দ্দার ও হাসি পারভীন, সুপারভাইজার আব্দুল মজিদ ও ইউনুস আলী, ঘর মালিক আলমগীর হোসেন বাদশা ও পরিচ্ছন্নতা কর্মী সাথি প্রমূখ বক্তব্য রাখেন।
সুপারভাইজার আব্দুল মজিদ নিজেদের দাবি তুলে ধরে বলেন, আমরা দারিদ্র মোচন প্রচেষ্টা(ডিএমপি) পাংশা উপজেলার ম্যানেজার, সুপারভাইজার ও শিক্ষক পদে কর্মরত আছি। আমাদের বিগত ১৮ মাসের শিখন কেন্দ্রের ভাড়া, পরিচ্ছন্নতা কর্মীর বেতন, বিদ্যুৎ বিল, শিক্ষকদের জুন ক্লোজিং বোনাস, শিক্ষার্থীদের উপকরণ প্রভৃতি কর্তৃপক্ষের কাছে পাওনা। এসব বিষয়ে দারিদ্র মোচন প্রচেষ্টার পরিচালককে অবহিত করলে তিনি সুকৌশলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো রাজবাড়ী জেলা কর্মকর্তার যোগসাজসে ম্যানেজার, সুপারভাইজার ও শিক্ষকদেরকে ছাটাই প্রক্রিয়া বাস্তবায়ন করছেন। চলতি বছরের ৮ মাস গত হলেও এখনও শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয় নাই। এসব নানাবিধ কারণে দিনদিন শিখন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। শিক্ষার্থী কমে যাওয়াকে কেন্দ্র করে শিখন কেন্দ্র বন্ধের পরিকল্পনা করছে। শিখন কেন্দ্র বন্ধ থাকলেও কাগজ কলমে চলমান দেখিয়ে শিক্ষকদের বেতন আত্মসাতের প্রচেষ্টা করছে। পাংশা অফিসে কাগজে কলমে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ থাকলেও বাস্তবে কখনও ছিল না। পরিচ্ছন্নতা কর্মীর কাজ ম্যানেজার ও সুপারভাইজারকে করতে হয়। উর্দ্ধতন কর্তৃপক্ষের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
এ ব্যাপারে দারিদ্র মোচন প্রচেষ্টা রাজবাড়ী জেলা মনিটরিং অফিসার সান্তনা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি মতামত ব্যক্ত করতে অপারগতা প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচিতে সংশ্লিষ্ট নারী পুরুষ ৫০জন অংশ গ্রহণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com