ডিবি’র অভিযানে ২১শত পিস ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৯-০৭ ১৫:২৮:১৯

image

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) একটি দল গতকাল ৭ই সেপ্টেম্বর দুপুরে শহরের বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২১ শত পিস ইয়াবাসহ ২জন বিক্রেতাকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার আমজাদ হোসেন মিয়ার ছেলে আসিফ মিয়া ওরফে হাসু(৩২) ও পৌরসভার সজ্জনকান্দা এলাকার বিল্লাল শেখের ছেলে ফারুক শেখ(৩৪)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩০ মিনিটে বিনোদপুরের আসিফ মিয়া ওরফে হাসুর বাড়ীতে অভিযান চালাই। এ সময় হাসু ডিবির উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে তাকে গ্রেফতারের পর শরীর তল্লাশী করে লুঙ্গীর ভিতর থেকে ২৮টি স্বচ্ছ পলিথিনের জিপারের প্যাকেটে রক্ষিত ১হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা। 

এরপর তার দেওয়া তথ্য মতে বিকাল সাড়ে ৪টার দিকে সজ্জনকান্দা এলাকার ফারুক শেখকে তার বসতবাড়ী থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। 

তিনি আরও বলেন, মূলত আসিফ মিয়া ওরফে হাসু রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার ছইর উদ্দিনের ছেলে রহুল(২৪) এর কাছে থেকে ২১শত পিস ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নেন। সেখান থেকে ৭শত পিস ইয়াবা ফারুক শেখের কাছে বিক্রি করে। 

 এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com