আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা

রফিকুল ইসলাম || ২০২৩-০৯-০৮ ১৪:৫৩:০৬

image

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল ৮ই সেপ্টেম্বর রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরোর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুবর্ণা রানী সাহা, উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাক্তার অচিন্ত্য কুমার, জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ রাশেদুজ্জামান ও সহকারী জেলা শিক্ষা অফিসার তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম(ক্রাইম এন্ড অবস) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রুবাইয়া ইয়াসমিন। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারী এনজিও দারিদ্র মোচন প্রচেষ্টা অডিট অব স্কুল কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার সেলিম আহমেদ। 

  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com