রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদককারবারীকে গ্রেফতার হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানায়, গত ১০ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ১৮ বোতল ফেন্সিডিলসহ যশোর জেলার বেনাপোল থানার পটুখালী গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে মোঃ রাকিব (১৯)কে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে যাত্রীবেশে থাকা উল্লেখিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের আরো একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com