রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বিদেশীদের প্রেসক্রিপশনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হলে এদেশের জনগণের ভোট লাগবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় এসে সরকার গঠন করবে।
গতকাল ১৫ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাতটা ইয়াকুব হোসেন মোল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সবাই মিলে শান্তির দেশ গড়তে চাই। পৃথিবীর মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কি উন্নয়ন হয়েছে আপনারাই চোখের সামনে দেখছেন। মানুষের কল্যাণ ও সেবার জন্য আওয়ামীলীগ রাজনীতি করে। বর্তমান সরকারের আমলে কৃষি বিপ্লব ঘটিয়ে এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তাই আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলেমিলে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ শাহিন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ^াস, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু ও জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন বক্তব্য দেন।
কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আরশেদ আলী মধুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চু, মোঃ বিল্লাল মন্ডল, আঃ জব্বার জুলু ও আঃ মজিদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফ, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com