ডাঃ আবুল হোসেন কলেজে অটোমেশন আইডি কার্ড ও নিজস্ব সফ্টওয়ার উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৯-১৬ ১৫:১১:৪৩

image

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজে ছাত্র-ছাত্রীদের অটোমেশন আইডি কার্ড ও নিজস্ব সফ্টওয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে।

 গতকাল ১৬ই সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি অ্যাডঃ সানজিদা খানম।

 অনষ্ঠানে কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য সাবেক জেলা জজ মোঃ শামসুল হক, হিতৈষী সদস্য সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রব, বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ রেজাউজ্জামান লিটন, কলেজের শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম মিয়া, রোখসানা পারভীন ও সাঈদা ইয়াসমীন বক্তব্য রাখেন।

 সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু ও পরিচালনা করেন কলেজের জেষ্ঠ্য প্রভাষক ও দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মিরুনা বানু।

 অনুষ্ঠানে ২জন ছাত্র-ছাত্রীকে অটোমেশন আইডি কার্ড প্রদান এবং অনলাইনে বেতন প্রদানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক এমপি এডঃ সানজিদা খানম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রবর্তন শেষে এখন স্মার্ট বাংলাদেশের পথে দেশ এগিয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ডাঃ আবুল হোসেন কলেজ একটি স্মার্ট কলেজে পদার্পণ করলো। আশা করি এই অঞ্চলে শিক্ষা বিস্তারে স্মার্ট কলেজ হিসেবে ডাঃ আবুল হোসেন কলেজ বিরাট ভূমিকা রাখবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com