ফরিদপুরের মধুখালী পৌরসভার গোপালপুর মধ্যপাড়া এলাকায় আল মিনা ও নূর কুয়েতী ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নবনির্মিত ‘আমিনা আল সাররা ওয়া লতিফা মনছুর’ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে দোয়া-মোনাজাতের মাধ্যমে মসজিদটি উদ্বোধনকালে রাজবাড়ীর ভান্ডারিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল মতিন, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌরসভার কাউন্সিলর মির্জা আব্বাস হোসেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মির্জা রুহুল আমিন, মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, স্থানীয় রাজনৈতিক নেতা নজরুল ইসলামসহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে ২০ লক্ষ ৪৫ হাজার টাকা। এর মধ্যে আল মিনা ও নুর কুয়েতী ফাউন্ডেশন দিয়েছে ৯ লক্ষ টাকা। বাকী টাকার মধ্যে ৯ লক্ষ ৪২ হাজার টাকা দিয়েছেন মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের বাসিন্দা মির্জা রুহুল আমিন(মসজিদ পরিচালনা কমিটির সভাপতি) এবং ২লক্ষ ৩হাজার টাকা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com